প্রকাশিত: Wed, Feb 1, 2023 5:08 PM
আপডেট: Tue, Apr 29, 2025 8:26 PM

উপনির্বাচনে ভোট পড়েছে ১৫ থেকে ২০ শতাংশ

কোথাও কারচুপির খবর পাওয়া যায়নি: সিইসি

এম এম লিংকন: জাতীয় সংসদের ছয়টি আসনের উপনির্বাচনে  আনুমানিক ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলছেন, এসব আসনে ভোটে অনিয়ম বা কারচুপির খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। বুধবার রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি । বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাাচনের আর বাকী আছে ১১ মাসেরমত। এই কারনে এই উপনির্বাচনে ভোট পড়েছে কম বলে দাবি করছেন কমিশন।  

কাজী হাবিবুল আউয়াল বলেন, ছয়টি আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতির হার তুলনামূলক কম ছিল। আনুমানিক ১৫ থেকে ২০, ২৫ শতাংশ হতে পারে।  তবে নিশ্চিত করে এখনো বলা যাবে না। এজন্য আরেকটু অপেক্ষা করতে হবে।

এই সব আসনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। সবকটি আসনে ভোটার সংখ্যা ছিল ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন। 

আমরা টিভি চ্যানেলগুলোর  উপর সর্বক্ষন দৃষ্টি রেখেছিলাম উল্লেখ করে সিইসি বলেন, এছাড়া স্থানীয় প্রশাসন থেকে সার্বক্ষনিক তথ্য নিয়েছি। অনিয়ম বা কারচুপির উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। ছয়টি জায়গায় ধাওয়া - পালটা ধাওয়া হয়েছে। একটি জায়গায় ককটেল তাজা পাওয়া গেছে। ভোটকেন্দ্রের বাইরে দু,একটি ককটেল বিষ্ফোরিত হয়েছে।  সম্পাদনা: এল আর বাদল